কলকাতা ব্যুরোঃ নানাবিধ সমস্যার পর অবশেষে কলকাতাবাসীর আশা পূর্ণ হল। শুক্রবার বিকেলে উদ্বোধন হয়েছে, আজ থেকে শুরু হল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আমজনতাকে সিনেমাহলমুখি করার জন্য মাননীয়া ছাড় দিয়েছেন দর্শকদের। কথা ছিল কোভিডকালে ৫০ শতাংশ দর্শক আসন ভর্তি করা হবে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর বদান্যতায় তা গিয়ে দাঁড়ালো ১০০শতাংশ। অতএব, বাধা নেই হল ভর্তিতে। আজ প্রথমদিন। ১১৭০টি ছবি থেকে বাছাই করা ১৩২টি ছবি স্থান করে নিয়েছে সিনেমা তালিকায়। এবছর প্রায় ৪৫টি দেশ অংশ নিয়েছে সিনেমার মহোৎসবে। এদিন উৎসবের শুরুতে দেখানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত কালজয়ী ছবি ‘অপুর সংসার’। এক বিশেষ ট্রিবিউটের মাধ্যমে শুরু হয় রঙিন সন্ধ্যে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি এদিন শতবর্ষের ট্রিবিউট জানানো হয়েছে রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায় ও অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে। সাথে বিশেষ সম্মান জানান হয়েছে এরিক রোহমার ও ফেডরিকো ফেলিনির মত বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তীদের।
পন্ডিত রবিশঙ্কর মহাশয়কে স্মরণ করে উৎসবে দেখানো হবে হৃষিকেশ মুখার্জী পরিচালিত ছবি ‘অনুরাধা’। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত মূর্ছনা ধরা দেবে “সপ্তপদী” ছবিতে। অন্যদিকে ভানু বন্দ্যোপাধ্যায় স্মরণে দেখানো হবে ‘ভ্রান্তিবিলাস’। সাথে রয়েছে একটি ডকুমেন্টরি, যার নাম ‘ভুবনময় ভানু’।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছে, আগের বছরের মতই অপুর সংসার দেখার জন্য আগে থেকে টিকিট বুক করার প্রয়োজন নেই। অবশ্য তার আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, অনলাইনে আসন বুকের কোন বাধ্যবাধকতা থাকবে না। ওসব ‘দরকার’ নেই। কার্ড থাকলেই দেখা যাবে সিনেমা। অতএব করোনা থাকুক আর নাই থাকুক, সিনেমা থাকছে।