কলকাতা ব্যুরো: ‘হাট বসেছে শুক্রবারে, আসানসোলের বি,এন,আরে।’ করোনা আবহে সারা বিশ্বে ভয়াবহ বিপর্যয়ের শিকার মানব জাতি। বিপর্যস্থ সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষ। অর্থনৈতিক ভাবে বিধস্ত চিত্রকর ও হস্তশিল্পীরা। আসানসোলের চিত্রকর ও হস্ত শিল্পীদের স্বরোজগারের দিশা দেখাতে শুক্রবার আসানসোল বি,এন,আর মোড়ে শিল্পী পার্থ নাগের উদ্যোগে ৪৮ জন শিল্পীর হস্তশিল্প নিয়ে শুরু হল মুক্ত হাট।
শিল্পীদের আঁকা ছবি ,গহনা ,চটের রঙ বাহারী ব্যাগ ও গনেশসহ মেলায় জায়গা পেল নানান ধরনের মুখোশ। ঘর সাজানোর রকমারী জিনিস, বাংলার পিঠে পুলি ও নানান ধরনের মোয়াসহ কি ছিল না এই পাঁচ ঘন্টার শুক্রবারের হাটে।
এই শিল্পীদের সমর্থনে এই হাটে মুক্ত কন্ঠে গান ধরলেন কোন কোন শিল্পী। কেউ বা আঁকলেন হাটের স্কেচ । হাটের রূপকার শিল্পী পার্থ নাগ জানান, -চিত্রকর ও হস্ত শিল্পীদের স্বরোজগারের দিশা দেখাতে এই প্রচেষ্টা। প্রতি শুক্রবার এই হাট নিয়মিত বসবে বি,এন,আর মোড়ে ।