কলকাতা ব্যুরো: শুধু মুখে পাল্টা কাউন্টার নয়, রাজ্যপালকে সরানোর জন্য এবার রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করল তৃণমূল। তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা লিখিতভাবে রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের কাছে রাজ্যপাল জাগদীপ ধনখারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। বুধবার তৃণমূল ভবনে বসে সে কথা জানান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
যদিও রাজ্যপালের যে তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই, তা স্পষ্ট। এদিন সকালে বেহালায় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে ফের নিজের মত করেই রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তার মূল বক্তব্য, রাজ্যপাল হিসেবে তার এক্তিয়ার মানতে চাইছে না রাজ্য সরকার। এমনকি রাজ্য সরকারের কাছে নানা বিষয়ে প্রশ্ন করলে, তার উত্তর দেওয়া হচ্ছে না। একইসঙ্গে নির্বাচনে সরকারি কর্মচারীদের রাজনীতির কারণে যুক্ত করার প্রসঙ্গে তিনি তুলে আনেন। তার বক্তব্য, সংবিধানের অবমাননা দেখেই তিনি রাজ্যপাল হিসেবে তার কর্তব্য পালন করছেন।
যদিও রাজ্যপালের এসব কথায় কর্ণপাত করতে নারাজ তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বারেবারেই এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন, কাজ করছেন রাজ্যপাল। তিনি বিজেপির রাজনৈতিক প্রচার করছেন। এমনকি রাজ্যের নির্বাচিত সরকারকে এই রাজ্যপাল মানতে চাইছে না বলেও অভিযোগ তৃণমূলের। যে ভাষায় রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, এমনকি আমলাদের হুঁশিয়ারি দিয়েছেন, তা বেআইনি বলে মনে করে তৃণমূল। তাই তাকে এই পদ থেকে সরানোর জন্য তারা রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন।