কলকাতা ব্যুরো: রবিবার বিকেলে হঠাৎই রাজভবনে যান সৌরভ গাঙ্গুলী। রাজ্যপাল জাগদীপ ধনকারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে রাজ্যপাল টুইটারে সৌরভের সঙ্গে তার কথোপকথন হয়েছে বলে জানান। দুজনের সাক্ষাৎকারের বেশ কিছু ছবিও রাজভবন থেকে প্রকাশ করা হয়। এটিকে নিছক সৌজন্য সাক্ষাতকার বলে দাবি করা হয়েছে রাজভবন থেকে।
যদিও সৌরভ গাঙ্গুলীর রাজভবন যাওয়ার পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা ছিল। এমনকি সৌরভ আগামী দিনে বিজেপির তরফে এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে লড়তে পারেন বলেও একাংশের মধ্যে এখনও জল্পনা রয়েছে।

এরইমধ্যে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতার জল্পনা নতুন মাত্রা পায়। ওই প্রতিষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ সেকেন্ড ইন কমান্ড। ফলে সৌরভের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা অনেকে এই সূত্রেই দুয়ে দুয়ে চার হিসেবে মেলানোর চেষ্টা করছেন। যদিও বরাবরই সৌরভ গাঙ্গুলী এ নিয়ে কোনোরকম মন্তব্য করেননি। আর এদিন রাজভবনে সৌরভ গাঙ্গুলীর যাওয়া নিয়ে তাই নতুন করে আবার জল্পনা উসকে দিল। যদিও তিনি নীরব।