কলকাতা ব্যুরোঃ আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। শুভক্ষণ মেনে ঠিক ১১টা তিন মিনিেট কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে যান শুভেন্দু। মাথায় দিয়েছিলেন গেরুয়া তিলক। জানা গিয়েছে, নিজের পছন্দের গাড়িতেই রওনা হন তিনি। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের ভিক্ট্রি চিহ্ন দেখিয়ে রওনা হন শুভেন্দু।
মেদিনীপুরের কলেজ গ্রাউন্ড মাঠে অমিত শাহের শাহি সভায় বিজেপিতে যোগদান করার কথা শুভেন্দু অধিকারীর।