কলকাতা ব্যুরো: মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোর পরে তিনি কবে দল ছাড়ছেন তা নিয়ে জল্পনা এখনো জিইয়ে রয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। নানান রকম অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিলেও শুভেন্দু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনো জারি রেখেছেন। ফলে অনেকেই মনে করছেন, তার এইভাবে ধোঁয়াশা রাখাটা ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে। যদিও সূত্রের খবর, আগামী শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তারপরের দিন রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের পশ্চিম মেদিনীপুরে সভা করার পরিকল্পনা রয়েছে। ওই দিন শাহের সঙ্গেই এক মঞ্চে দেখা যেতে পারে তৃণমূলের একদা দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারীকে।
ইতিমধ্যেই তার ওপর হামলার আশঙ্কায় শুভেন্দুর নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি যদি শুক্রবার দলে যোগদান করেন সেক্ষেত্রে তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠক হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আর তিনি মেদিনীপুরে শাহের সভায় উপস্থিত থাকলে, সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সামনে রেখে মেদিনীপুরে সংগঠন বাড়ানোর ক্ষেত্রে নির্দেশ দিয়ে যেতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় ২০১৭ সাল থেকে তৃণমূলের সংগঠন তৈরি কর ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দলের আসন কমলেও, তৃণমূল মুর্শিদাবাদে দুটি লোকসভা আসন জয় করেছিল শুভেন্দুর নেতৃত্ব। তার এই কারিশমাকে বিজেপিও কাজে লাগাতে চায়। যদিও শুভেন্দুর শুভাকাঙ্খীরা চাইছেন, আর ঝুলিয়ে না রেখে তিনি নিজের রাজনৈতিক অবস্থান এবার স্পষ্ট করুন।