কলকাতা ব্যুরো: জে পি নাড্ডার পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে আসার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, সভাকে ঘিরে চরম প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির অন্দরে।
অমিত শাহের সফরের প্রস্তুতি নিয়ে আজ খড়্গপুরের একটি লজে আয়োজিত হয় সভা। বিজেপির সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক(সংগঠক) শিবপ্রকাশ, পশ্চিমবঙ্গ সাংগঠনিক মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী, ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রমের উপস্থিতে এই সভা হয়। আপাতত ঠিক হয়েছে, মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে একটি কর্মীসভা হবে।