কলকাতা ব্যুরো : এমনটাই হওয়ার ছিল আর হল তাই। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান কিছুই বাদ গেলোনা। বিজেপির উত্তরকন্যা অভিযানে মারা গেলেন বিজেপি কর্মী উলেন রায়। সকাল থেকেই সাজসাজ রব চলছিল পুলিশের। কাঁদানে গ্যাস এবং জলকামান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। বিজেপির অভিযোগ পুলিশ নির্মমভাবে আজ উত্তরকন্যা’-র মিছিলে লাঠিচার্জ করেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন লাঠিচার্জ এই মৃত্যু হয়েছে।
কৈলাশ বিজয় বর্গী সহ অনেক প্রথম সারির বিজেপি নেতা আজকে মিছিলে ছিলেন। দুপুর দুটো নাগাদ বিজেপি কর্মী সমর্থক রা টিনবাত্তি মোড়ে পৌঁছান। সেই সময় উত্তেজনা চরমে ওঠে। প্রথমে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির কর্মীরা। পুলিশের থেকে সে সময় ঘোষণা করা হয় ওই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। বিজেপির জমায়েত অবৈধ বলে ঘোষণা করা হয়। কিন্তু সেসব উপেক্ষা করে শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে কর্মীরা এগোতেই কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং শুরু হয় লাঠিচার্জ। বিজেপি কর্মীরা ইট, পাথর ছুড়তে শুরু করেন পুলিশকে লক্ষ্য করে। দফায় দফায় সংঘর্ষ চলে। জলকামান ও কাঁদানে গ্যাসের বাধায় পিছিয়ে আসেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণ পর আবার এগিয়ে আসতে থাকেন তারা। ব্যারিকেডের বাঁশ-কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। এইভাবে প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলে।
অবশেষে বেলা চারটে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে পুলিশের। ধীরে ধীরে শুরু হয় যান চলাচল। আলিপুরদুয়ারের সংসদ কে আজকে আটকানো হয় বলে বিজেপি নেতৃত্ব থেকে দাবি করা হয়েছে। পরে অবশ্য তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। কাল ১২ ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ ডেকেছে বিজেপি পুলিশি নিগ্রহের প্রতিবাদে।