কলকাতা ব্যুরো: অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কারো নাম না করে বিস্ফোরক মন্তব্য করার পরের দিনই মন্ত্রী রাজীব ব্যানার্জীর ছবি দিয়ে ব্যানার, পোস্টার পড়লো শহরে। আমরা দাদার অনুগামী স্ট্যাইলে কাজের মানুষ, কাছের মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবর নয়নের মণি, সততার প্রতীক লেখা পোস্টার, ফ্লেক্স দেখা গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়, গিরীশ পার্ক, কাঁকুরগাছি, উল্টোডাঙ্গা সহ কলকাতার বিভিন্ন জায়গায়।
ফলে শুভেন্দু অধিকারীকে নিয়ে চলা জল্পনার জবাব প্রকাশের আগেই তৃণমূলের আরেক মন্ত্রীকে নিয়ে শুরু হলো রহস্য। গতকাল দক্ষিণ কলকাতার এক অরাজনৈতিক অনুষ্ঠানে রাজীব বলেন, স্তাবকতা করতে পারলে বেশি নম্বর পাওয়া যায়। মানুষ যাদের পছন্দ করে না, তারাই ছড়ি ঘোরায়।