কলকাতা ব্যুরো : কৃষি আইন নিয়ে সমাধান বের করার রাস্তা কেন্দ্রকেই খুঁজে বের করতে হবে। পরিষ্কার জানিয়ে দিলেন কৃষকরা। আজ পঞ্চম দফায় সরকারের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসে ছিলেন কৃষক নেতারা। সেখানেই তারা জানিয়ে দেন আইন কেন্দ্র তৈরি করেছেন। পথ কেন্দ্রকেই খুঁজে বের করতে হবে। আলোচনার আর প্রয়োজন নেই। জানা যাচ্ছে আজ বৈঠকে আবারো কৃষি আইন বাতিলের দাবি তোলেন কৃষক সংগঠনগুলি। কিন্তু কেন্দ্র এই আইন প্রত্যাহার করতে রাজী হয়নি। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের তা জানিয়ে দেওয়া হয়। কৃষকরা নিজেদের দাবিতে অনড় থাকেন।
আজও কৃষককে নেতাদের কেন্দ্রের তরফ থেকে চা এবং খাবার দেওয়া হয়েছিল। কিন্তু কৃষক প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করেন। তারা নিজেদের আনা চা এবং খাবার খান। বিজ্ঞানভবনে বৈঠকের সময় কৃষকদের একটি দল গ্রেটার নয়ডা দিয়ে দিল্লিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে তাদের আটকে দেওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর দেশের রাজধানীর সিন্ধু, আচন্ডি, লম্পুর এবং মঙ্গেশ সীমানা এখনো বন্ধ রয়েছে। ৪৪ নম্বর জাতীয় সড়কে দু দিক এখনো বন্ধ করে রাখা আছে। যাত্রীদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বলা হয়েছে। সফিয়াবাদ, ধানসা, কাপাশেরা, রাজকরি পালাম বিহার ইত্যাদি রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বৈঠক করেন। কৃষকদের দাবি মেনে নতুন আইনের সংশোধনী আনতে পারে মোদি সরকার এমন কথাই শেষ পর্যন্ত জানা গেছে। কিন্তু আইন সরকারের পক্ষে কোনভাবেই প্রত্যাহার করা সম্ভব নয়। বৈঠকে কৃষকদের লিখিত প্রস্তাবনা দেয়া হয় বলে সূত্রের খবর। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কিন্তু কৃষকরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। ওই বিলের ৩৯ টি ত্রুটি কৃষকরা তুলে ধরেন। তাদের একমাত্র দাবী এই আইন প্রত্যাহার করতে হবে। এরপর তারা কেন্দ্রের কোর্টে বল ঠেলে দেন।