কলকাতা ব্যুরো: মামলা-মোকদ্দমায় গত এক দশকে রাজ্যে শিক্ষক নিয়োগে সমস্যা তৈরি করলেও, এই সময় কালে শিক্ষাক্ষেত্রে রাজ্য নজিরবিহীন অর্থ খরচ করেছে। তৃণমূল সরকার একইসঙ্গে প্রাথমিক, উচ্চ শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো তৈরি করা হয়েছে বিশাল মাপের এই সময়ের মধ্যে। আর এর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি রাজ্যে ড্রপ আউট কমে যাওয়া। যেখানে সারাদেশে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বাড়ায় চিন্তা বাড়ছে, সেখানে এ রাজ্যে গত অর্থবছরে উল্লেখযোগ্য ভাবে, আগে ৩.৩ শতাংশের জায়গায় নেমে এসেছে ১.৫ শতাংশ।
রাজ্যে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার মধ্যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে গত অর্থবর্ষে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক এবং হাইস্কুল এর ক্ষেত্রে ৮৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে ২০১১ সাল পর্যন্ত বাম আমলে ১২ টি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে বর্তমানে সরকার এবং বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪২ টি। গত অর্থবছরে ২.১ মিলিয়ন পড়ুয়া উচ্চশিক্ষায় ভর্তি হয়েছে।
শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, এ রাজ্যে নাগরিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও দেশের মধ্যে ভালো অবস্থানে রয়েছে। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী দেশে ১৯ টি শহরের মধ্যে কলকাতা সবচেয়ে বেশি নিরাপদ বলে চিহ্নিত হয়েছে কলকাতা। এই সময়ের মধ্যে থানার সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩ টি। গোটা রাজ্যে মহিলা থানা ৪০ এবং ৩৮ টি চাইল্ড ফ্রেন্ডলি থানা তৈরি হচ্ছে।
সবমিলিয়ে শিক্ষা এবং স্বরাষ্ট্র ক্ষেত্রে অনেক প্রতিকূলতার মধ্যেও এক’দশকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ করেছে বলে তথ্য বলছে।