কলকাতা ব্যুরো: জল্পনা থাকলেও শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া মন্ত্রিত্বের দায়িত্ব অন্য কাউকেই দিল না তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে পরিবহন, সেচ, এবং জল সম্পদ উন্নয়নের মতো তিনটি দপ্তর। এমনিতেই মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একগুচ্ছ দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে।
শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পদত্যাগপত্র পাঠানোর পরে সন্ধ্যায় বৈঠকে বসে তৃণমূলের কোর কমিটি। সেখানেই মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রীর হাতে রাখার সিদ্ধান্ত হয়ে যায়। এর পরেই আসে সাংগঠনিক বিষয়ে আলোচনা। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে দল থেকে বহিষ্কারের মতো কোনো পথ নিয়ে তাকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে চায় না তৃণমূল।
যদিও শুভেন্দুর সাংগঠনিক কারিশমার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে আশ্বস্ত করেছেন, কোনভাবেই ভয় পাওয়ার কোন কারণ নেই। মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ যে পাঁচ জেলায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, সেই জায়গাগুলিতে আগামী ৭ ডিসেম্বর থেকে সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির বৈঠকে এবার অল আউট খেলার কথা বলে নেতাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে দাবি তৃণমূল সূত্রের।