কলকাতা ব্যুরো: এইআর বি সি চেয়ারম্যান পদ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া নিয়ে জল্পনা উসকে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকে রটে যায়, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শুভেন্দু তার নিরাপত্তা ছেড়ে দিয়েছেন।
যদিও স্বরাষ্ট্র দপ্তর জানায়, পাইলট কার লাগবে না বলে মৌখিকভাবে শুভেন্দু জানিয়েছেন। কিন্তু তার জেড নিরাপত্তা বন্ধ করা নিয়ে লিখিতভাবে কোথাও কিছু জানাননি। ফলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। শুভেন্দুর দল ছাড়া নিয়ে বিতর্ক গত কয়েক মাস ধরেই আলোচনার একটা বিষয় হয়ে উঠেছে। গত মাস দুয়েক ধরেও অরাজনৈতিক মঞ্চে একের পর এক বক্তব্য রাখতে গিয়ে নাম না করে দলকে বেকায়দায় ফেলেছেন এই তৃণমূল নেতা। কিন্তু বিষয়টি এখন একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এমনিতেই গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে দুটি আসন তৃণমূলের দখলে আনার কান্ডারী শুভেন্দু গত বছরের শেষ দিক থেকেই মুর্শিদাবাদ যাওয়ার কমিয়ে দেন। এ বছরের শুরু থেকেই তা প্রায় একেবারে বন্ধ করে দেন। যদিও তার ঘাড়ে ভর করেই তৃণমূল মুর্শিদাবাদে কংগ্রেসের গড় থেকে দু’টি লোকসভা আসন ছিনিয়ে নিয়েছিল। তারপর মহামারী কাটার মুখেই গত দুমাস ধরে অরাজনৈতিক মঞ্চ থেকে নানান রকম কথাবার্তা বলে জল্পনা জিইয়ে রেখেছেন শুভেন্দু।
গতকালই তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। আর আজ তার নিরাপত্তা না নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।