কলকাতা ব্যুরো: কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া জামিন পেলেন না। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল এনডিপিএস আদালত। শনিবার দু’জনকেই মাদক সমেত গ্রেপ্তার করেছিল এনসিবি।
ধৃতদের ব্যাপারে এক মাদক পাচারকারী জেরায় তথ্য দেয় এনসিবিকে। সেই তথ্য জেনে এনসিবি শনিবার আন্ধেরি, লোখান্ডওয়ালা এবং ভের্সভা এলাকায় কমেডিয়ানের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। শেষ পর্যন্ত ৮৬ গ্রাম মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। যদিও জামিনের জন্য রবিবার আদালতে তাদের হয় সওয়াল করেন আইনজীবীরা। কিন্তু তাদের সঙ্গে মাদকচক্রের যোগ আছে, এই অভিযোগ তুলে এনসিবির আইনজীবিরা জামিনের বিরোধিতা করেন।
Previous Articleসাবার্বান ট্রেন চালু করতে কাল বৈঠক
Next Article ভাইপো নিয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের তোপ বিজেপিকে
Related Posts
Add A Comment