কলকাতা ব্যুরো: লোকাল ট্রেন চালু হওয়ার পর, এবার মফস্বলের ট্রেন চালুর ব্যাপারে প্রস্তুতি শুরু করলো রেল ও রাজ্য। কাল, সোমবার এ ব্যাপারে দুই কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা। ১১ নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হয়ে গিয়েছে। কিন্তু আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া শহর গুলির সঙ্গে যোগাযোগের ট্রেন এখনো চালু হয়নি। এ ব্যাপারে বিভিন্ন দিক থেকেই দাবি উঠছে।
মূলত বর্ধমান থেকে আসানসোল, আসানসোল থেকে জিয়াগঞ্জ, আসানসোল থেকে পুরুলিয়া, বর্ধমান থেকে রামপুরহাট এর মত বেশকিছু ট্রেন চালানোর দাবিতে স্থানীয় জনপ্রতিনিধিরা রাজ্য ও রেলের কাছে তাগাদা দিচ্ছেন। কেননা এই সমস্ত ট্রেন গুলি চালু না হলে ওই সব জায়গায় মানুষের পক্ষে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে শহরে যোগাযোগের সমস্যা রয়েছে।
এখন তুলনায় করোনা পরিস্থিতি ভালো হওয়ার ফলে যদি লোকাল ট্রেন চালু হয়, তাহলে এই ট্রেনগুলি কেন চালু হবে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আর তারই জেরে কাল বৈঠকে বসছে রেল ও রাজ্য সরকার।