কলকাতা ব্যুরো: রবিবার সকাল থেকে রোদ উঠতেই ঠান্ডার আমেজ শহর কলকাতায়। এই ঠান্ডা সোমবার থেকে আরো বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও ঠান্ডার আমেজ আপাতত পাওয়া যাবে কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত। এর পর থেকে আবার হালকা গরম অনুভূত হতে পারে। কিন্তু ২৬ নভেম্বর থেকে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় তাপমাত্রা অনেকটাই কোমর সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ঠান্ডার সঙ্গে চলবে পূবালী হাওয়া। ফলে এখন থেকে হালকা শীতের পোশাক ব্যবহার করার করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া আধিকারিকরাত। চিকিৎসকরাও এখন থেকেই ছোটদের এবং বয়স্কদের জন্য গরম পোশাক ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
কেননা এবার তুলনায় ঠান্ডা পরে অনুভূত হলেও একবারে ঠান্ডা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার করোনা নিয়ে এখনও যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা। ঠাণ্ডায় করোনার মতিগতি কী হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে ঠান্ডার নিরাপত্তা এখন থেকেই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।