কলকাতা ব্যুরো: তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের ইচ্ছুক নন, তবে রাজ্যের পরিস্থিতি ওইদিকেই এগোচ্ছে। বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্য এরাজ্যে হিংসা সন্ত্রাসের কথা উল্লেখ করেছেন। তাঁর উপরে হামলা প্রসঙ্গে বলেন, আগেও আমার উপরে এই ধরনের হামলা হয়েছে, হত্যার চেষ্টা হয়েছে।
তবে সেসব তিনি পরোয়া করেন না। তিনি তার মত করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে দীলিপবাবুর এই বক্তব্যে টিপ্পনী কেটেছে সিপিএম।
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, এ রাজ্যে ৩৫৬ প্রয়োগের ক্ষেত্রে বিজেপি উৎসুক হতে পারে। কিন্তু তা করলে আসলে তৃণমুলকেই অক্সিজেন যোগানো হবে। তার মতে, এ রাজ্যে যদি ৩৫৬ ধারা জারি হলে সেক্ষেত্রে ধরে নিতে হবে বিজেপি এরাজ্যে তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছে।