কলকাতা ব্যুরো : কলকাতায় তাপমাত্রা আরও নামল। ভোরের দিকে ভালোই ঠান্ডা বোঝা যাচ্ছে কিছু কিছু জেলায়। ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা । দক্ষিণ বঙ্গের জেলা গুলি বাদে উত্তরবঙ্গের পাহাড়ে ধীরে ধীরে শীতের আমেজ আসতে শুরু করেছে। দার্জিলিং এর তাপমাত্রা গত কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমেছে। পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এবার শীতে তুষারপাত হবে বলে আশা করছে পাহাড়ের মানুষ। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি পারদ কিছুটা বাড়তে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি কাছাকাছি রয়েছে। শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে কলকাতায়।
আদ্রতার পরিমাণ অনেক কম। সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা ৩২ শতাংশের কাছাকাছি থাকার ফলে বেলাতে অস্বস্তিকর পরিবেশ কেটে গেছে। আকাশ মেঘমুক্ত তার ফলে আগামী দু’দিনে তাপমাত্রা কমবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনো বেশ সময় লাগবে। পাহাড়ে শীতের পোশাক সঙ্গী হয়েছে প্রায় সবারই। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ১২ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও নামতে পারে পাহাড়ে।