কলকাতা ব্যুরো : আরো একধাপ এগিয়ে গেল নির্মাণ কাজ। এ মাসেই নির্মীয়মাণ মাঝেরহাট সেতু খোলার সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই সেতুর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হচ্ছে। যন্ত্রপাতি বসানোর জন্য রাজ্যকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে রেল। রেলের পক্ষ থেকে সেতুতে হেলথ মনিতরিং সিস্টেম বসানোর ছাড়পত্র দিয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রায় ৬৫০ মিটার লম্বা মাঝেরহাট সেতু ২২৭ মিটার ঝুলন্ত থাকবে। এই অংশের প্রায় ১০০ মিটারের মধ্যে রেললাইন রয়েছে। ডায়মন্ড হারবার রোডের যানবাহনের চাপ এবং রেল লাইনের উপরে ঝুলন্ত সেতুর গুরুত্বের কথা ভেবেই এই সব যন্ত্রপাতি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর কেবলের ওপর কেমন ভার পড়ছে তা পরিমাপের যন্ত্র ছাড়াও বেয়ারিং অংশবিশেষ সেন্সর বসানো হচ্ছে। এর ফলে সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর কোন সময় সেতুতে সবথেকে বেশি চাপ তার নির্ভুল তথ্য পাওয়া যাবে।
সর্বাধিক ৩৮৫ টন পর্যন্ত ভার বহনের উপযোগী করে তৈরি করা হয়েছে সেতু। আপাতত বাড়তি তাড়াহুড়ো না করে শেষ পর্বের খুঁটিনাটি কাজ আগামী নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে পূর্ত দপ্তর। কাজ শেষ হলে সেতুর ভার বহনের ক্ষমতা যাচাই করতে তিন দিন সময় লাগবে। ওই সময়ে সেতুর উপর প্রায় সর্বাধিক সীমা পর্যন্ত যানবাহনের চাপে সেতুর প্রসারণ ক্ষমতা যাচাই করা হবে।