কলকাতা ব্যুরো: বাংলাদেশে গরু পাচারের মাথা এনামুল হককে আজ কলকাতায় আনা হচ্ছে। এখানে এনে তাকে আসানসোল আদালতে তোলার কথা। কেননা নতুন করে গরু পাচারের মামলাটি দায়ের হয়েছিল আসানসোলে। শুক্রবার দিল্লি থেকে এনামুলকে গ্রেপ্তার করে সিবিআই। তার সঙ্গে আরো একজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের ক্ষেত্রে বিএসএফের বেশ কয়েকজন অফিসারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই চক্করে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের নাম। বসিরহাটের এক প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তি পাচারের অন্যতম কিংপিন বলে জানা গিয়েছে।গোটা ঘটনায় এখন পর্যন্ত দিল্লি ও বসিরহাটের দুই ব্যক্তিকে নজরবন্দি করে রেখেছে সিবিআই।
আবার মুর্শিদাবাদ এবং মালদায় গরু পাচার চক্রের আরো কিছু প্রভাবশালী যুক্ত থাকার অভিযোগ নিয়েও এই দফায় তদন্ত জোরালো হতে শুরু করেছে। কেননা এই গরু পাচার চক্রের থেকে একটা মোটা টাকা এ রাজ্য এবং দিল্লির বিভিন্ন প্রভাবশালীদের কাছে পাঠানোর বেশকিছু তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি। ফলে বিধানসভা ভোটের আগে এরাজ্যে গরু, কয়লা খাদান, বালি পাথর পাচার নিয়ে একটা বড় তদন্ত শুরু করেছে বেশ কয়েকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।