কলকাতা ব্যুরো: ফের কমল করোনা সংক্রমণ। দেশে দৈনিক সংক্রমণ আবার ৫০ হাজারের নীচে। আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭,৬৩৮। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা সাড়ে ৫ লক্ষের নীচেই রয়েছে।
শুক্রবারের পরিসংখ্যানে সংখ্যাটা ৫.২ লক্ষ। এই নিয়ে পরপর চারদিন সংখ্যাটা সাড়ে ৫ লক্ষের নীচে থাকল। সামগ্রিক ভাবে দেশে সংক্রমণ কমলেও মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। দেশে আক্রান্তের মোট সংখ্যা ইতিমধ্যে ৮৪,১১ লক্ষে পৌঁছে গিয়েছে। করোনা মুক্তের মোট সংখ্যা শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী ৭৭.৬৬ লক্ষ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৪,১৫৭ জন। মৃতের মোট সংখ্যা ঠেকেছে ১,২৪,৯৮৫-তে।