কলকাতা ব্যুরো: দক্ষিনেশ্বর থেকে দক্ষিণ কলকাতায় সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়ি হয়ে অমিত শাহ শুক্রবার দুপুরে পৌঁছে যান সল্টলেকে। সেখানে ই জেড সি সি হলে বিজেপির সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দক্ষিনেশ্বর থেকে পুজো দিয়ে বেরোনোর সময় অমিত শাহ বলেন, যতবারই দক্ষিণেশ্বরে এসেছি, ততোবারই উৎসাহ ও চেতনা নিয়ে ফিরেছি। এই বাংলা ঋষি অরবিন্দ থেকে বিবেকানন্দ সকলের ধাত্রী ভূমি আধ্যাত্বিক ও ধর্মীয় চেতনার ভূমি বাংলা। এখান থেকেই বেরিয়ে তিনি চলে যান অজয় চক্রবর্তীর বাড়িতে।
সল্টলেকে সাংগঠনিক সভা থেকে এখন তিনি গিয়েছেন জগতপুরে আদর্শ পল্লীতে। সেখানেই আজ মতুয়া সম্প্রদায়ের এক পরিবারের সঙ্গে দুপুরের খাবার খাবেন। নবীন বিশ্বাস ও তার স্ত্রী এদিন সকাল থেকে রান্নাবান্না করে প্রস্তুতি করে রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য।