কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ ঠেকাতে সব রাজ্য যখন আতশবাজি বন্ধের পক্ষে প্রচার শুরু করেছেন নাগরিকরা তখন বিড়ালের গলায় ঘন্টা বাধলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। রবিবার এক বৈঠকের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী সবরকম বাজি বিক্রি বন্ধের নির্দেশ জারি করেছেন। সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, কোনো ভাবে যাতে বাজি বিক্রি না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ করতে হবে।
বাজি বিক্রি বন্ধ করার নির্দেশেই থেমে থাকেননি রাজস্থানের মুখ্যমন্ত্রী। যেসব গাড়ি থেকে দূষণ ছড়াচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে ছে, সেসব গাড়ি কেও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন গেহলট।
যদিও দ্বিতীয় দফায় করোনার ধাক্কা সামাল দিতে এই শীতে দূষণ নিয়ন্ত্রণে জোর চর্চা শুরু হয়েছে বাজির ধোঁয়া বন্ধের দাবিতে। কিন্তু এখনো পর্যন্ত ডাক্তারদের মধ্যেই এবং সচেতন নাগরিকদের মধ্যে এই দাবি উঠলেও কোন রাজ্যের সরকার তা কার্যকর করতে এগিয়ে আসেনি। এখানেই ব্যতিক্রম রাজস্থান। সেখানে শুধুমাত্র পুজো বা অন্য উৎসবে নয়, বিয়ের বাড়িতে বাজি পোড়ানো একটা উৎসবের অঙ্গ। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কোন বিয়ে বা উৎসবেও যাতে আগামী দিনে বাজি না পোড়ানো হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। একইসঙ্গে বাজির বিক্রির বা তৈরির লাইসেন্স সাময়িকভাবে না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
Previous Articleউত্তরে মৃত্যু অব্যাহত
Next Article কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে আজ মামলা হাইকোর্টে
Related Posts
Add A Comment