কলকাতা ব্যুরো : আগেই চিকিৎসকেরা সচেতন করেছিলেন যে পুজোর পর বহু মানুষ করোনা আক্রান্ত হবেন। চিকিৎসকদের এই আশঙ্কা বোধহয় সত্যি হয়ে গেল। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউতে বেড খালি নেই বললেই চলে। ফলে আইসিইউ থেকে করোনা আক্রান্ত রোগী ফেরত চলে যাচ্ছে। মাঝারি ও গুরুতর উপসর্গ রয়েছে এমন করোনা রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।
গত সাত দিনে এই ধরনের অন্তত ১০০ জন রোগীকে কলকাতার ৫ থেকে ৬ টি বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে । বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পুজোর পর রাজ্যজুড়ে সংক্রমণের হার বেড়েছে। ফলে হাসপাতাল গুলির উপরেও চাপ বাড়ছে। শহরের বেশিরভাগ সরকারি হাসপাতালগুলো জানিয়ে দিয়েছে তাদের সমস্ত আইসিইউ ভর্তি হয়ে গিয়েছে। আবার কয়েকটি বেসরকারি হাসপাতাল সাধারণ বেড গুলিকে আইসিইউ তে পরিণত করে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
একটি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন গুরুতর অসুস্থ রোগীকে তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। কারণ তাদের হাসপাতালে আইটিইউ ভর্তি থাকছে। প্রত্যেকদিন অন্তত একটি বেড খালি হচ্ছে। পুজোর আগে থেকেই এই পরিস্থিতি চলছে বলে হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে।