কলকাতা ব্যুরো: পুলিশি হেফাজতে নাবালক মৃত্যুর ঘটনার বিরুদ্ধে আজ ১২ ঘন্টার মল্লারপুর বনধ ডেকেছে বিজেপি। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। এই ঘটনার প্রতিবাদে আজ থানার সামনে মিছিল করে বিজেপি। ওই মিছিল থেকেই ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। পুলিশ বাধা দিলে থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন সৌমিত্র খাঁ সহ বিজেপি নেতৃত্ব।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিল চাপানউতর। বিজেপির দাবি, মৃত নাবালকের বাবা- মা কে অপহরণ করেছে তৃনমূল। তাদের হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। তারা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। আজই মৃত নাবালকের পরিবারের সঙ্গে কথা বলবে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিটি। তারা যাবেন মল্লারপুর থানাতেও।