কলকাতা ব্যুরো : দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে ১৫ নভেম্বর থেকে। কলকাতা মেট্রো সূত্র মারফৎ এমন ই খবর পাওয়া গেছে। বর্তমানে যে মেট্রো নওয়াপাড়া থেকে কবি সুভাষ যাচ্ছে সেটাই বাড়িয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কাজ শুরু হয়ে গেছে অনেকদিন হলো। একেবারে শেষের পর্যায় চলে এসেছে কাজ। এখন শুধু সময়ের অপেক্ষা। যদি এই ট্রায়াল রান সফল হয় তবে ডিসেম্বর মাসেই মেট্রো ছুটবে দক্ষিণেশ্বর পর্যন্ত। এমনিতে লোকাল ট্রেন বন্ধ থাকায় ওখানকার যাত্রীদের কলকাতা আস্তে খুবই অসুবিধা হচ্ছে। এই মেট্রো পথ চালু হলে তার অনেকটা সুরাহা হবে বলে মনে করছেন মেট্রো কতৃপক্ষ।
কিন্তু বর্তমানে সমস্যা দেখা দিয়েছে একটি সফটওয়্যার নিয়ে। সিমেন্সের এই সফটওয়্যার দুর্ঘটনা রুখে দেবার ক্ষমতা রাখে। এই সফটওয়্যার জার্মানি থেকে আনা হবে বলে জানা গেছে। কিন্তু এখন জার্মানিতে কোরণার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সেখানে লকডাউ ন ঘোষণা করা হয়েছে। তাই জার্মানি থেকে সেই সফটওয়্যার আনতে সময় লাগবে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া ১৫ নভেম্বর থেকে মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড এক যৌথ টেস্টিং ব্যাবস্থা চালু করতে চলেছে দম দম থেকে দক্ষিণেশ্বরে পর্যন্ত ৮ কিমি পথে রেল চালানোর। কিন্তু ট্রায়ালের আগে ট্রেন প্রটেকশন ওয়ার্নিং সিস্টেম নামক সিমেন্সের সেই সফটওয়্যারের প্রয়োজন। জানা গেছে এই টেস্ট সফল হলে তার রিপোর্ট সি আর এস এ লক্ষ্ণৌর হেড কোয়ার্টারে পাঠানো হবে। তারা এসে শেষ টেস্টিং করে দক্ষিণেশ্বর পর্যন্ত রেল চলাচলের অনুমতি দিলেই ট্রেন ছুটবে দক্ষিণেশ্বর পর্যন্ত।