কলকাতা ব্যুরো : ফের করুনার ঢেউ আছড়ে পড়ল ইউরোপের দুই দেশ ফ্রান্স ও জার্মানিতে। বুধবার জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মরকেল জানিয়ে দেন আগামী ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে জার্মানি জুড়ে বন্ধ থাকবে সমস্ত পানশালা ও রেস্তোরাঁ । সিনেমা, থিয়েটার, খেলার মাঠ এবং বাণিজ্য প্রদর্শনী ও বন্ধ থাকবে। শর্তসাপেক্ষ ভাবে কয়েকটি দোকান খোলা থাকবে মাত্র ।
প্রতিদিন গড়ে প্রায় ৩৬ হাজার করে সংক্রমণ হচ্ছে ফ্রান্সে । নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে। পরিস্থিতি বুঝে ফরাসি প্রেসিডেন্ট কারফিউ জারি করেন। জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশনের চ্যানেলে ভাষণ দিতে গিয়ে তিনি জানান অন্যান্য প্রতিবেশীর মতো আমাদের ঘরেও নতুন করে ভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে। তাই আমরা চাইছি আবার নতুন করে নক ডাউন জারি করতে। শুক্রবার থেকে লকডাউন চালু হচ্ছে ফ্রান্সে। বলা হয়েছে ঘরের বাইরে বেড়াতে গেলেও পুলিশের অনুমতির প্রয়োজন হবে।