কলকাতা ব্যুরো: বিজেপির রাফ অ্যান্ড টাফ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবার বিতর্কে কোজাগরী লক্ষ্মী নিয়ে টুইটে শুভেচ্ছা জানাতে গিয়ে। বাবুল সুপ্রিয় কোজাগরী লক্ষ্মীপুজোর প্রাক্কালে টুইট করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আবার শুভেচ্ছা বানানটি ভুল থাকাতে ও নেটিজেনদের ট্রলের মুখে পড়েছে বাবুলের ট্যুইট।

বিতর্ক বাবুলের টুইট করা নিয়ে নয়ে, তিনি টুইটে লক্ষীর যে ছবি দিয়েছেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
বাবুলের ট্যুইট এ যে ছবি ধরা পড়েছে, পুরোহিতরা একনজরে দেখে বলছেন, আর যাই হোক, এটি কোজাগরী লক্ষ্মীর ছবি নয়। তাদের কথায়, এটি ধনলক্ষ্মী বা বিদ্যা লক্ষ্মীর ছবি হতে পারে। হিন্দু পুরাণে কোথায় কোজাগরী লক্ষ্মীর চারহাত নেই। সর্বত্রই দুইহাত বিশিষ্ট কোজাগরী।
ধনলক্ষী বিদ্যালক্ষী
কেউ কেউ বাবুলের এই টুইটার হ্যান্ডেল কারা পরিচালনা করেন, সে ব্যাপারেও প্রশ্ন তুলছেন। তারা মনে করছেন, বাঙালি বাবুলের টুইটার হ্যান্ডেল অন্য কোন লোকের হাতে থাকায়, তিনি কোজাগরী আর ধনলক্ষ্মীর ছবি গুলিয়ে ফেলে বাবুলকে বিতর্কে জড়িয়ে দিয়েছেন।
পুরোহিতরা বলছেন, বাবুলের টুইটারের ছবি যে লক্ষ্মীর সেই ধন লক্ষ্মী পূজা হয় দেওয়ালির আগের দিন কিন্তু এখানে কোজাগরী লক্ষ্মী পুজোতে সেই ছবি দিয়ে আবার নতুন বিতর্কে বাবুল সুপ্রিয়।