কলকাতা ব্যুরো: ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে না ছাড়া হলে ভারতীয় সেনা রাত নটায় পাকিস্তানের হামলা চালাবে বলে যখন পাক বিদেশ মন্ত্রী কে তথ্য জানা
ছিলেন, তখন পাক সেনা প্রধান বাজাওয়ার দুই পা ঠক ঠক করে কাঁপছিল।
পাক সংসদে বৃহস্পতিবার এই কথা বলেন সেখানকার সাংসদ। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মুসলিম লীগ এন নেতা ও সাংসদ আয়াজ সাদিক বলেন, বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটা জরুরী মিটিংয়ে জানান, যদি পাকিস্তান অভিমুন্য বর্তমানকে ছেড়ে না দেয় তাহলে ভারত রাত নটায় হামলা চালাবে। পাকিস্তানের পাক দৈনিক সংবাদপত্র দুনিয়া নিউজ এই কথা লিখেছে সংসদ সাদিককে উদ্ধৃত করে।
ওই সাংসদ আরো বলেছেন, বিদেশমন্ত্রী তখন একটা জরুরি বৈঠকে ছিলেন এবং পাকিস্তানের সেনাপ্রধান কুমার জাবেদ বাজওয়া সেখানে হাজির ছিলেন। তিনি বিদেশ মন্ত্রীকে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ওই সাংসদের বক্তব্য, আমার যতদূর মনে পড়ছে, বিদেশ মন্ত্রী যে মিটিংয়ে ছিলেন, সেখানে ইমরান খান কোন কারণে যোগ দেননি। সেনাপ্রধান বাজয়া তখন সেই ঘরে আসেন। তার পা তখন ঠক ঠক করে কাঁপছিল। বিদেশ মন্ত্রী বলেন, আল্লাহর নামে অভিনন্দনকে তাহলে ছেড়ে দিতে হবে। না হলে রাত নটায় ভারত হামলা চালাবে।
ওই সিদ্ধান্তে তখন পাকিস্তানের বিরোধী দলগুলো সরকারের পাশে দাঁড়িয়েছিল। কারণ অভিনন্দনকে না ছাড়লে কি ঘটতে পারে তা সকলেই বুঝেছিলেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে এফ-সিক্সটিন যুদ্ধবিমান গুলি করে নামায় পাকিস্তান। বিমানটি উড়তে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল। বেশ কয়েকদিন তখন যুদ্ধ বন্দি হিসেবে অভিনন্দনকে পাকিস্থানে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ১ মার্চ আটারি -ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ফেরানো হয় দেশে।
Previous Articleঅক্টোবর বিনিয়োগকারীদের জন্য গেলো খারাপ মাস
Next Article রাজ্যে চার হাজারেই ঘোরাফেরা করছে সংক্রমণ ও মুক্তি
Related Posts
Add A Comment