কলকাতা ব্যুরো: আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বাংলার থেকে কেরালা ভালো, বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে বিজেপি নেতাদের এবং সর্বোপরি রাজ্যপালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য একটি সর্বভারতীয় চ্যানেলকে। চ্যানেলকে দে ওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি বাংলায় আইন-শৃংখলার অবস্থা খুব খারাপ। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, সে ক্ষেত্রেও সংবিধান মেনে যা করার করা হবে। এর আগে বিজেপির কৈলাশ বিজয় বর্গী ও বাবুল সুপ্রিয়র মতো নেতারা, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছিলেন। সেই প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য, বাংলায় আইন-শৃংখলার অবস্থা খুব খারাপ বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছেনা বিরোধীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে খুন হচ্ছেন বিরোধীরা প্রতিটি জেলায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা পাওয়া যাচ্ছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুলনা আগের তুলনায় কেরালার পরিস্থিতি এখন অনেকটাই ভালো হয়েছে। কিন্তু এ রাজ্যের আইনশৃঙ্খলা খুব খারাপ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাম শাসিত কেরালাকে ভালো বলার পিছনে কোনো রহস্য আছে কি না টা নিয়ে হিসেব শুরু হয়েছে। তৃণমূল শাসিত বাংলাকে খারাপ বলতে গিয়ে কেরালাকেকে শংসা পত্র দেওয়া কি শুধুই তুলনা টানা, না কি গভীরে অন্য কিছু জল্পনা এখন টা নিয়েও।
যদিও তৃণমূলের পক্ষে ডেরেক ও’ব্রায়েন সংক্ষিপ্ত ভাবেই অমিত শাহের বক্তব্যের জবাব দিতে গিয়ে বলেছেন, তিনি আগে উত্তর প্রদেশ আর গুজরাটের দিকে দেখুন তাহলেই দেশের অনেক ভালো হবে।
Previous Articleকর্নাটকে চিটফান্ড কেলেঙ্কারিতে তাবড় পুলিশ কর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই, এ রাজ্যে তদন্ত নিয়ে বাড়ছে ক্ষোভ
Next Article টিআরপি তদন্তে সিবিআই চেয়ে বোম্বে হাইকোর্টে রিপাবলিক
Related Posts
Add A Comment