কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩। এঁদের মধ্যে ১ জন উত্তর দিনাজপুর, ১ জন জলপাইগুড়ি ও ১ জন দার্জিলিং জেলার বাসিন্দা। আক্রান্তের জেলাওয়াড়ি পরিসংখ্যান হল, জলপাইগুড়ি ৯৬, কোচবিহার ৯১, মালদহ ৮৮, দার্জিলিং ৬১, দক্ষিণ দিনাজপুর ৬০, আলিপুরদুয়ার ৫৭ ও উত্তর দিনাজপুরে ৪৪ জন।
Previous Articleপুজোয় ১০% সংক্রমণ বাড়ার আশঙ্কা, দিনে আক্রান্ত ৩৮০০
Next Article বহুতলে আগুন
Related Posts
Add A Comment