কলকাতা ব্যুরো: গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত গোটা রাজ্য। অন্যান্য রোগের সঙ্গেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আক্রান্ত ছিলেন করোনা য়। ভর্তি এখনো হাসপাতালে। বুধবার হাসপাতাল জানায় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে বেশকিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। কিন্তু এরই মধ্যে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার এই খবরকে অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরাগীরা।
চিকিৎসকরা বলছেন, বর্ষীয়ান এই অভিনেতা অন্য বেশকিছু বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার সঙ্গেই করোনা যুক্ত হাওয়াই রোগীর অবস্থা ভয়ংকর হয়ে ওঠে। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে তাকে নিয়ে যথেষ্টই চিন্তিত ছিলেন চিকিৎসকরা। এদিন রিপোর্ট নেগেটিভ আসায় তাকে সুস্থ করার ক্ষেত্রে ইতিবাচক দিক বলে মনে করছেন তারা।