কলকাতা ব্যুরো: গতকালের ঘটনার জেরে আজও কঠোর নিরাপত্তা সোনারপুর স্টেশনে। সকাল থেকেই সেখানে রয়েছে প্রচুর পরিমানে জিআরপি এবং আরপিএফ। ৮ কামরার বদলে ৪ কামরার ট্রেন চালানো হচ্ছে আজ। পরিচয় পত্র দেখিয়েই ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে। স্টেশনের বাইরেও মোতায়েন করা হয়েছে পুলিশ।
গতকাল বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকালেই ধুন্ধুমার কান্ড বেঁধেছিলো সোনারপুরে। বারুইপুর থেকে শিয়ালদা গামী স্পেশাল ট্রেনে উঠে পড়েন বিজেপি সমর্থকরা। সোনারপুর স্টেশনে তাদের নামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। পুলিশকে উদ্দেশ্য করে ইট,পাথর ছোড়ার অভিযোগ ছিলো বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় একজন জখম হন। সকাল থেকেই এই ধুন্ধুমার কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর চত্বর।
Previous Articleআজ বিজেপির মৌন মিছিল
Next Article খুররামের দুবাই যোগ নিয়ে তদন্ত
Related Posts
Add A Comment