কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড বিহার বিধানসভার ১১৫ জন এর যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে নাম নেই বিহার পুলিশ এর সদ্য প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডের। আরো ১১ জন বর্তমান বিধায়ক এর নাম বাদ গিয়েছে তালিকা থেকে। কিন্তু এবার বিহার বিধানসভা ভোটে অন্যতম আলোচনার বিষয় ছিলেন গুপ্তেশ্বর পান্ডে।
চাকরি থেকে অবসরের পাঁচ মাস আগেই তিনি অবসর নিয়ে নেন গত মাসে। তার পরেই যোগদান নীতীশ কুমারের দলে। তার জন্মস্থান বিহারের বক্সা থেকে তিনি বিধানসভা ভোটে লড়তে চান বলে খবর ছিল। কিন্তু বিজেপির সঙ্গে নীতিশের দলের আসন সমঝোত য় বক্সা চলে যায় বি জে পির দখলে।
এই অবস্থায় গুপ্তেশ্বর পান্ডে অন্য কোথাও বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু এদিন তালিকা প্রকাশের পর তার নাম প্রথম তালিকায় দেখা যায়নি।
যদিও গুপ্তেশ্বর পান্ডে সংবাদমাধ্যমকে বলেছেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী এ ব্যাপারে ফোন করে খোঁজখবর করছেন। কিন্তু আমি এখনই বিধানসভা ভোটে দাঁড়াতে চাই না। জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। আমার জীবন বিহারের মানুষের জন্য নিবেদিত। যদিও এর আগে ২০০৯ সালে একবার চাকরি থেকে আগাম অবসর নিয়ে গুপ্তেশ্বর পান্ডে বিজেপির টিকিটে বক্সা থেকে লোকসভা ভোটে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সেবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তার সেই আবেদন ফিরিয়ে দেন। এবার বক্সা বিধানসভায় বিজেপির হাতে চলে যাওয়ায়, তিনি আগামীতে বক্সা লোকসভা আসন থেকেই ভোটে লড়বেন কিনা, এখন সেই জল্পনা শুরু হলো বর্তমান পরিস্থিতিতে। আগামী ২৮ অক্টোবর থেকে বিহারের তিন দফার ভোটের সূচনা হচ্ছে।
Previous Articleএই বছর সাহিত্যে নোবেল পেলেন আমেরিকার কবি লুইস গ্লাক
Next Article তদন্তকারীদের পরামর্শ দেওয়া কি মিডিয়ার কাজ
Related Posts
Add A Comment