কলকাতা ব্যুরো: খুব শিগগিরই আরো কিছু ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল বোর্ড। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আরো ৩৯ টি দূরপাল্লার স্পেশাল ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চালানো হবে বলে জানিয়ে দিয়েছে রেল বোর্ড।
এইগুলির প্রায় সবকটি এসি এক্সপ্রেস, রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেস এর মত ট্রেন। তবে ট্রেন গুলি কবে থেকে চালু হবে তার দিন এখনো জানায়নি রেলমন্ত্রক।
এই ৩৯ টির মধ্যে বেশ কয়েকটি ট্রেন পাচ্ছে এ রাজ্যও। কয়েকটি হাওড়া পর্যন্ত যাতায়াত করবে। কয়েকটি যাত্রা শেষ করবে শালিমার বা সাঁতরাগাছি তে। তবে সব ট্রেনের ভাড়া হবে সাধারণের তুলনায় বেশি।
এ রাজ্যে যাতায়াত করা ট্রেনগুলো হলো, সেকেন্দ্রাবাদ থেকে শালিমার সাপ্তাহিক, সাঁতরাগাছি থেকে চেন্নাই, হাওড়া থেকে যশবন্তপুর সাপ্তাহিক, হাওড়া থেকে পুনে, হাওড়া থেকে রাঁচি রবিবার ছাড়া।