কলকাতা ব্যুরো: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে গেল সরকারি বাস। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মমিনপুরের কাছে। গাড়ির মালিক সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে তার গাড়িটি। একটি সরকারি বাস গাড়িতে এসে ধাক্কা মারে।
তখন গাড়িতেই ছিলেন সেলিম। তবে গাড়িতে গতি না থাকায় তারা তেমনভাবে ক্ষতিগ্রস্ত হননি। সেলিম গাড়ি থেকে নেমে বাস চালককে ট্রাফিক পুলি শের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চালক গাড়ি চালু করে নিয়ে এগিয়ে যায় ট্রাফিক সার্জেন্টের দিকে। তার আগেই মহম্মদ সেলিম সেখানে সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যেই হঠাৎ দেখেন বাসটি গতি বাড়িয়ে পালিয়ে গেছে। সেলিম বাসের নম্বর সহ ছবি আগেই তুলে ছিলেন। তিনি তার দিয়ে দেন পুলিশকে। যদিও রাত পর্যন্ত বাসটিকে আটক করা হয়েছে বলে কোন খবর নেই।
সিগনালে দাঁড়িয়ে থাকা মহম্মদ সেলিমের গাড়িতে ধাক্কা মেরে পালালো সরকারি বাস
Previous Article২৪ ঘন্টায় উত্তরে মৃত তিন
Next Article অ্যামাজনের বিষাক্ত ক্যাট ফিশ উড়িষ্যার ভদ্রকে
Related Posts
Add A Comment