কলকাতা ব্যুরো: আবার রেলে চালু হচ্ছে রান্না করা খাবার। দীর্ঘ লক ডাউনে বন্ধ ছিল রেল পরিষেবা। এখন যদিও সীমিত সংখ্যায় চালু হয়েছে রেল। পুজোর আগে আরো কয়েকটি রেল চালুর পরিকল্পনা রয়েছে রেল বোর্ডের। রেল চালু হলেও রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছিলো না এতদিন। খাবারের ব্যবস্থা করতে হচ্ছিলো যাত্রীদের। আবার চালু হচ্ছে রান্না করা খাবার পরিবেশন।
তবে স্টেশনের আইআরসিটিসি-র কিংবা কোনো ক্যাফেটেরিয়ায় বসে খাওয়া যাবে না। শুধুমাত্র প্যাকেজড খাবারই মিলবে বলে জানা গিয়েছে।