কলকাতা ব্যুরো: কামালগাজি থেকে গোবিন্দপুরের দূরত্ব সাকুল্যে ৮ কিলোমিটার। মূল রাস্তার যানজট এড়াতে বাম আমলেই তৈরি হয়েছিলো কামালগাজি থেকে বারুইপুর বাইপাসের কাজ। যদিও এখন সে রাস্তার অনেকটাই খানাখন্দে ভরা। পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। অবশেষে শুরু হয়েছে কামালগাজি বাইপাসের সংস্কারের কাজ। এই রাস্তাই নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুর যাওয়ার অন্যতম পথ। আগে এই রাস্তায় আলো না থাকার কারণেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এখন অবশ্য রাস্তায় আলো বসেছে।
Previous Articleএক ডোজেই কাজের আশ্বাস জনসনের
Next Article এনডিএ ছাড়লো শিরোমনি অকালি দল
Related Posts
Add A Comment