কলকাতা ব্যুরো: এনআইএ আদালতের সমন পেয়ে শুক্রবার কোর্টে হাজির হলেন বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। এদিন সকালে এনআইএর তদন্তকারীদের একটি দল তাকে নিয়ে আদালতে হাজির করে। লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনে অভিযুক্ত ছিলেন ছত্রধর সহ ২৭ জন। সেই খুনের ঘটনার নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ।
একইসঙ্গে বাঁশপাহাড়ি স্টেশনে ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় অভিযোগ নিয়েও নতুন করে তদন্ত চালাচ্ছে এনআইএ। দুটি ঘটনার তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য এখন এনআইএর একটি দল শালবনিতে ক্যাম্প করেছে। সেখানেই জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে বিশেষ আদালত তাকে সমন পাঠানোই এদিন ছত্রধরকে হাজির করা হয় আদালতে।