কলকাতা ব্যুরো: আলিপুরদুয়ারে কমে গেল। কোচবিহারে তো কমলোই না, উল্টে বেড়ে গেল। আবার জলপাইগুড়ি, মালদহেও আবার বাড়ছে। সংক্রমণে এ যেন সাপ-লুডোর খেলা চলছে উত্তরবঙ্গে।
কখন জেলায় বাড়ছে, কোন জেলায় কমছে, আগাম আঁচ করা যাচ্ছে না। একটা মোদ্দা কথা স্পষ্ট যে, আপাতত করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার কোথাও কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। আবার পাশের আলিপুরদুয়ার জেলায় সংখ্যাটা ৭১। লাগোয়া জলপাইগুড়িতে আবার প্রবণতা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৮০।
দার্জিলিং জেলায় ৫৭, উত্তর দিনাজপুরে ৬২, দক্ষিণ দিনাজপুরে ৫৭ ও মালদহে ৭৯। মৃত্যু অবশ্য উত্তরবঙ্গে কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে ১ জন ভিন রাজ্যের। এছাড়া ১ জন দার্জিলিং, অন্যজন জলপাইগুড়ি জেলার।
Previous Articleরেলের নতুন রেক
Next Article উমর খলিদের পাশে বুদ্ধিজীবী সমাজ
Related Posts
Add A Comment