২৮ শে জুলাই,২০২০ থেকে ৩ রা আগষ্ট, ২০২৩ শে সেপ্টেম্বর, ২০২০ তে রাহু এবং কেতু বক্রগতিতে যথাক্রমে মিথুন এবং ধনু রাশি পরিত্যাগ করে যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে গমন করবেন। রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক-জাতিকার ওপর কী প্রভাব পড়বে তা বর্ণনা করা হলো।

মেষ রাশি: আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে; হঠাৎই রোগভোগের শিকার হয়ে অর্থব্যয় হবে। আপনাদের আর্থিক উন্নতি সম্ভব তবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে। পারিবারিক ও সামাজিক বিষয়ে কলহ জীবনে প্রভাব ফেলবে। নিজের রাগ তেজ উত্তেজনাকে নিয়ন্ত্রণ করলে এবং উদ্যমী হলে জীবনে সফলতার হার বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের উন্নতি সফলতার বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: আপনারা বাক্য সংযম করুন। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির বা গুরুজনের পরামর্শ অবশ্যই নেবেন। দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; পেটের রোগ, চর্মরোগ, গুপ্তরোগ ইত্যাদি কষ্ট দেবে। কর্মজীবনে উন্নতির একাধিক সুযোগ আসবে। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে।
মিথুন রাশি: হঠাৎ শারীরিক অসুস্থতা সমস্যায় ফেলবে; হৃদয়রোগ, কিডনি সংক্রান্ত অসুখ, বাতজ বেদনা ইত্যাদি কষ্ট দেবে। কর্মজীবনে উন্নতি হবে। ভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য সময়টা মধ্যম শুভ যাবে; হঠাৎ অর্থ ক্ষতির সম্মুখীন হবেন তাই নতুন কোনো বিনিয়োগ করলে খুব ভেবেচিন্তে এগোবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় বিবিধ বাধা আসবে। গুপ্তশত্রুরা আপনার কোন ক্ষতি করতে পারবে না। পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে এবং তাদের স্বভাব আচরণ পরিবর্তনে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে।
কর্কট রাশি: আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন; পেটের অসুখ, লিভার সংক্রান্ত সমস্যা, চক্ষুরোগ সমস্যায় ফেলবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সংবাদ আসবে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক পরিণতি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। সন্তানের জন্য চিন্তা উদ্বেগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের অসফল কাজে সফলতা পাবেন। আর্থিক উন্নতি হবে এবং আটকে থাকা অর্থ ফিরে পাবেন। বড় ভাই বোনের সহযোগিতায় উন্নতি হবে।
সিংহ রাশি: আপনাদের ধৈর্য স্থৈর্য বৃদ্ধি করতে হবে। জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত সিদ্ধান্ত নিলে গুরুজনের পরামর্শ অবশ্যই নেবেন। আপনাদের মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখে বাধা আসবে। কর্মজীবনে উন্নতি প্রতিষ্ঠা যশ বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধব থেকে ক্ষতি হবে তাই যতটা সম্ভব কম বন্ধু সংসর্গ করবেন। গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না।
কন্যা রাশি: জীবন থেকে অলসতাকে পরিত্যাগ করে উদ্যমী ও পরিশ্রমী হয়ে উঠুন সফলতা ধরা দেবে। কর্মজীবনে সফলতা বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হবে। ছোটখাটো চোট-আঘাত বা দুর্ঘটনা থেকে সচেতনতা প্রয়োজন। চোখ কান নাক গলা সংক্রান্ত কোনো অসুখে কষ্ট পাবেন। নিজের ভাই-বোন বা আত্মীয়-স্বজনের সাথে মনোমালিন্য এবং বিবাদ হবে। বিদেশযাত্রা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তি হবে।
তুলা রাশি: বিভিন্ন বাধার সম্মুখীন হয় জীবনে সফলতা পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকবেন; রক্তচাপ সংক্রান্ত রোগ, চক্ষুরোগ, কিডনি সংক্রান্ত রোগ ইত্যাদি কষ্ট দেবে। অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে যেকোন সিদ্ধান্ত নেবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান প্রাপ্তি হবে। বিবেক বিরুদ্ধ কাজ করবেন না যেখান থেকে সমস্যা বৃদ্ধি পায়। হঠাৎ দুর্ঘটনা হবে সচেতনতা প্রয়োজন। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। বাকসংযম প্রয়োজন।

বৃশ্চিক রাশি: দাম্পত্য জীবনে সুখের হানি হবে এবং পতি বা পত্নীর সাথে মনোমালিন্য লেগেই থাকবে। প্রিয়জনের সাথে বিরহ আপনাকে কষ্ট দেবে। পারিপার্শ্বিক বিবিধ বাধা আপনার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে; তবে নিজের কর্তব্যকর্মে অনড় থাকলে এবং উদ্যম প্রচেষ্টা বৃদ্ধি করলে কর্মজীবনে যশপ্রাপ্তি হবে। ভাই বোনের সাথে বিবাদ এবং পারিবারিক কলহ হবে। সন্তান বিষয়ে চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না; নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন কারণ কারোর দ্বারা প্রতারিত হবেন।
ধনু রাশি: শিক্ষার্থীদের পড়াশোনার বিবিধ বাধা আসবে তাই অধ্যাবসায় আরো বাড়াতে হবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। জীবনে অনেক উন্নতির সুযোগ পাবেন সেইগুলি সদপ্রয়োগ করুন এবং অলসতা ত্যাগ করুন। সাংসারিক সুখে বাধা হবে এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে এবং সন্তানের শিক্ষা ও কর্মজীবন চিন্তার কারন হবে। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্য ভালো থাকবে না। আর্থিক অপচয় বন্ধ করুন। গুপ্তশত্রু আপনার কোন ক্ষতি করতে পারবে না। ধর্মকর্মে এবং সাধনায় মন আকৃষ্ট হবে।
মকর রাশি: জমি বাড়ি-গাড়ি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। কর্মজীবনে আর্থিক উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। সাংসারিক সুখ শান্তি লাভে বাধা হবে। চুরি বা প্রতারণার শিকার হবেন। সন্তানের পরিবর্তিত আচরণে আশাহত হবেন। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হবেন এবং অস্থি সংক্রান্ত রোগ, মাইগ্রেন, লিভারের রোগ, ইত্যাদি কষ্ট দেবে। দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূর্ণ হবে। মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন ঘটবে। মানসিক উদ্বেগ ও অর্থচিন্তা বৃদ্ধি পাবে। কর্মজীবনে সফলতা পাবেন তবে সফলতা প্রাপ্তিতে বহু বাধার সম্মুখীন হতে হবে। আধ্যাত্মিক সাধনা বা ধর্ম কর্মে নিজেকে নিয়োজিত করুন। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব হবে। খুব ভেবে চিন্তে এই সময়ে বিনিয়োগ করবেন কারণ অর্থ ক্ষতির সম্মুখীন হবেন। ধৈর্য বৃদ্ধি করুন এবং সংযমী জীবন যাপন করুন। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্য চিন্তার কারন হবে।
মীন রাশি: উদ্যম প্রচেষ্টা বৃদ্ধি করলে আপনার কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে শুভ হবে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে অযথা বিবাদ হবে এবং সেখান থেকে গুপ্তশত্রুতার শিকার হবেন। সম্পর্কে প্রতারণার শিকার হবেন। আত্মীয় বন্ধুর সাথে ভ্রমণ হবে। আপনাদের শারীরিক সুস্থতার অভাব হবে; কিডনি সংক্রান্ত রোগ, লিভার সংক্রান্ত রোগ, চর্মরোগ, বাতজ বেদনা, সংক্রমণ জনিত রোগ ইত্যাদি রোগে কষ্ট পাবেন। গুরুজনের সুপরামর্শে জীবনে উন্নতি হবে এবং সুখ বৃদ্ধি পাবে।