কলকাতা ব্যুরো: আসন্ন দুর্গাপুজোয় রাজ্যে বিদ্যুতের যোগান স্বাভাবিক রাখতে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করলো বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সঙ্গেই ছিলেন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কর্তারাও।
দীর্ঘ বৈঠকের পর মন্ত্রী জানান, করোনা পূর্ববর্তী সময়ে রাজ্যে বিদ্যুতের যেমন চাহিদা ছিল, এখন তা ফিরে এসেছে। আগামী দূর্গা পূজার সময় রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে এই বৈঠক বলে দপ্তর থেকে জানানো হয়েছে।