কলকাতা ব্যুরো: হাজারের বেশি কমল বটে, তবে দেশে দৈনিক করোনা সংক্রমণ থাকল লক্ষ ছুঁয়েই। পরিস্থিতির বদল কিছু নেই। একদিনে আক্রান্তের সংখ্যায় বিশ্বরেকর্ডও থাকল আবার দিনের হিসাবে প্রথম স্থানটাও যেন ভারতের পাকা হয়ে গেল। শুক্রবার পর্যন্ত একটানা ৪৩ দিন এই প্রথম স্থানে ভারত।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৬,৪২৪। সুস্থতা প্রায় কাছাকাছি। এই একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৭,৪৭২। সুস্থতার হার ৭৮.৮৬। দেশে মোট সংক্রমণ মুক্তের পরিসংখ্যান শুক্রবারের হিসেবে ৪১,১২,৫৫১। মোট আক্রান্তের সংখ্যা ৫২,১৪,৬৭৮।
তবে দেশ জুড়ে অসচেতনতার যে ছবি দেখা যাচ্ছে, তাতে সংক্রমণ কমার আশু সম্ভাবনা খুব ক্ষীণ মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের এই পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার তর্পণের নামে যে হুড়োহুড়ি ও ভিড় দেখা গিয়েছে গঙ্গার ঘাটে ঘাটে, তাতে আঁতকে উঠেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভিড়ে কতজন উপসর্গবিহীন ছিলেন এবং তাঁরা আরও কতজনকে সংক্রামিত করেছেন, তা কেউ জানে না। কয়েকদিনের মধ্যে সংক্রমণ যদি আরও বাড়ে, তবে বোঝা যাবে তর্পণের প্রভাব।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু সেই হাজারের ওপরেই। সংখ্যাটা ১,১৭৪। দেশে এপর্যন্ত করোনার মোট বলি হলেন ৮৪,৩৮২ জন।