কলকাতা ব্যুরো: করোনাকালেও জঙ্গলে ভ্রমণের সুযোগ মিলবে। বন্যপ্রাণীদের প্রজনন সময় বর্ষাকালে প্রতি বছর বনভ্রমণ বন্ধ করে দেয় বন দপ্তর। এবছর লকডাউন ও করোনা সংক্রমণের কারণে সেই বন্ধ থাকার সময়টা দীর্ঘায়িত হয়েছে। পরিস্থিতি পুরো স্বাভাবিক না হলেও জঙ্গল আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পর্যটকরা আবার জঙ্গলে বেড়াতে যেতে পারবেন।
ফলে পুজোর মরসুমে আর বনভ্রমণের সুযোগ বন্ধ হল না।
তবে দ্বার অবারিত নয়। কিছু বিধি মানতে হবে। প্রধান মুখ্য বনপাল জানিয়েছেন, শুক্রবার বনমন্ত্রী নিজেই ওই গাইডলাইন জানাবেন। কলকাতায় অরণ্য ভবনে সাংবাদিক বৈঠকে সেদিন তিনি এবিষয়ে বিস্তারিত জানাবেন।
Previous Articleসংক্রমণে সাপ-লুডু জারি উত্তরেও
Next Article আজ ৭০ এ পা দিলেন প্রধানমন্ত্রী
Related Posts
Add A Comment