কলকাতা ব্যুরো: কেন্দ্রের সিদ্ধান্ত নিট পরীক্ষা পূর্ব নির্ধারিত দিনে করার সুপ্রিম কোর্টের রায় নিয়ে এবার সমালোচনা করলেন এক দক্ষিণী অভিনেতা। তামিল অভিনেতা সুরিয়ার বক্তব্য, করোনার আতঙ্কে মানুষ দিশেহারা। আদালত ভিডিও কনফারেন্সে বিচার দিচ্ছে। কিন্তু পরীক্ষার্থীদের ভয়হীন হলে পরীক্ষা দিতে হবে। নিট পরীক্ষা নিয়ে যে উদ্বেগ ও আতঙ্ক পড়ুয়াদের মধ্যে হয়েছ তা ডাক্তাররা মানছেন। এই অবস্থায় শিক্ষার ক্ষেত্রে নিজের ফল খারাপ হওয়ার আশঙ্কায় কোন পরীক্ষার্থী যদি মারা যায় সে ক্ষেত্রে আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? প্রশ্ন দক্ষিণী অভিনেতার। তার পরেই তার বক্তব্য, আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের সাফল্য এবং ব্যর্থতা দুটোর জন্যই প্রস্তুত রাখবো।
১৩ সেপ্টেম্বর সারাদেশ জুড়ে নিট পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু বাস্তবে যানবাহন স্বাভাবিক চলাচল না থাকায় বহু পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি বলে অভিযোগ।