কলকাতা ব্যুরো : স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে? তবে আপনার জন্য দুঃসংবাদ। ফিক্সড ডিপোজিটে সুদ কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক। ১০ সেপ্টেম্বর থেকে এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছে। এর আগে ২৭ মে সুদের হাতে কাটছাঁট করেছিল এসবিআই। এক বছর থেকে দু বছরের কম মেয়াদি স্থায়ী আমানতে ২০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে এসবিআই। যে গ্রাহকেরা নতুন করে ফিক্সড ডিপোজিট করবেন বা অটো রিনিউয়াল করবেন তাদের ক্ষেত্রেও নতুন হারে সুদ মিলবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদ মিলবে ২.৯ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য সুদ এফডি তে ৩.৯ শতাংশ সুদ পাওয়া যাবে।
এছাড়া ১৮০ দিন থেকে এক বছরের স্থায়ী আমানতে ৪.৪ শতাংশ সুদ ধার্য হয়েছে। ২ থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপজিট এ এখন থেকে সুদ মিলবে ৫.১ শতাংশ। ৩ থেকে ৫ বছরের কম মেয়াদে সুদ হলো ৫.৩ শতাংশ। আর ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়দের এফ ডি তে নয়া সুদ ৫.৪ শতাংশ।
তবে প্রবীণদের ক্ষেত্রে স্বস্তির খবর। সিনিয়র সিটিজেন হলে ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৩.৪ শতাংশ। আর ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য সুদের হার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪.৪ শতাংশ করা হয়েছে।