কলকাতা ব্যুরো: টানা ১৭৭ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকেই শুরু হলো কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত কলকাতা মেট্রোর যাত্রা। সকাল আটটা থেকে তা শুরু হয়। প্রথমে যাত্রীদের সংখ্যা তুলনায় অনেক কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। আপাতত স্মার্ট কার্ড এবং ই-পাসের মাধ্যমেই চড়া যাবে মেট্রোতে। এদিকে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চালু হলো ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও।
মেট্রো স্টেশনে ঢোকা,বসা, মেট্রোর ভেতরে বসার ব্যবস্থা-প্রতিটি ক্ষেত্রেই মানা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিধি। যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।