কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতি। বাজেট ও কম বেশিরভাগ বারোয়ারি পুজোয়। অথচ মায়ের পুজো না করলে চলে? এই পরিস্থিতিতে পুজোর খরচে কাটছাট হওয়ায় এবার একচালার প্রতিমার দিকেই ঝুঁকছেন বহু পুজো কমিটিই।
কুমোরটুলির মৃৎ শিল্পীরা জানান, এই প্রতিমার খরচ তুলনায় অনেকটাই কম। পাঁচ ফুট থেকে শুরু করে বড়জোর দশ ফুটের প্রতিমা তৈরির বরাতই বেশি এসেছে। প্রতিমার বরাত আসতে থাকায় খুশি শিল্পীরাও।