কলকাতা ব্যুরো: বিজেপি বা কেন্দ্রীয় সরকার নয়, কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে। অভিনেত্রী কঙ্গনার বাবা দেখা করেছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে। মেয়ের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় তিনি হিমাচলের মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন জানান। এরপর হিমাচলের মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্ মন্ত্রকে। তার জেরেই বলিউডের বিতর্কিত অভিনেত্রীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষান রেড্ডি এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি সুবিচার চেয়ে গলা চড়ানোর পর ধীরে ধীরে কঙ্গনা রানাওয়াত তীর ছুড়েছেন শিবসেনাকেও। এমনকি মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়েছে তার টুইটে।
আর এর পরিপ্রেক্ষিতেই বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করেছেন অভিনেত্রী ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
এর পরেই হিমাচল প্রদেশের বাড়ি থেকে একেবারে ওয়াই প্লাস নিরাপত্তার ঘেরাটোপে কঙ্গনা মুম্বাই ফেরেন। যদিও এর মধ্যে তার মুম্বাইয়ের অফিসের বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সেখানে বুলডোজার চালিয়েছিল মুম্বাই পুরসভা। এখন প্রায় ১২ জন কেন্দ্রীয় রক্ষী সব সমাই ঘিরে থাকে অভিনেত্রীকে। আবার তিনজন অফিসার ও বাড়িতে একজন ব্যক্তিগত রক্ষী পাচ্ছেন কঙ্গনা।
যা নিয়ে বিতর্ক এখনও চলছে। আবার তাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ায় শুধু শিবসেনা নয়, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বহু বিজেপি বিরোধী দল কেন্দ্রকে বিদ্ধ করছিল। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কঙ্গনার নিরাপত্তা নিয়ে মুখ খোলা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
Previous Articleমার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট
Next Article মহালয়ায় দক্ষিণেশ্বর মন্দির বন্ধ রাখার প্রস্তাব
Related Posts
Add A Comment