কলকাতা ব্যুরো : বিশিষ্ট সমাজসেবী এবং আর্য সমাজের নেতা স্বামী আগ্নিবেশ মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। আজ সন্ধ্যায় দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সাইন্সেস এ তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। পরে মাল্টি অর্গান ফেইলুরের জন্য তার মৃত্যু হয়।
Previous Articleমেট্রো অ্যাপ নিয়ে বিভ্রান্তি
Next Article অরুণাচলের সেই অপহৃত পাঁচ যুবককে শনিবার ফেরাচ্ছে চিন
Related Posts
Add A Comment